ঠিক কতটা কান্না জমে থাকে মুখ ঘুরিয়ে নেওয়ায়?
বলতে পারবে তারাই, যারা কাছে গিয়েছিল.
অনেকটা কেটে ছিল.
অনেকটা.
নোংরা. বাজারী. মুখোশ.
তার ওপর "বিশ্বাস কর" প্রলেপ.
কেটেছে.
ঠিক কতটা অভিমান জমে থাকে হাত ছাড়িয়ে নেওয়ায়?
শুধু জানে তারাই, যারা নিবিড় ভাবে ধরেছিল.
বলতে পারবে তারাই, যারা কাছে গিয়েছিল.
অনেকটা কেটে ছিল.
অনেকটা.
নোংরা. বাজারী. মুখোশ.
তার ওপর "বিশ্বাস কর" প্রলেপ.
কেটেছে.
ঠিক কতটা অভিমান জমে থাকে হাত ছাড়িয়ে নেওয়ায়?
শুধু জানে তারাই, যারা নিবিড় ভাবে ধরেছিল.