যে সব রাতে ঘুম নিতে হয় খুঁজে?
সেসব রাতের যন্ত্রনাতে আমায়
আমি চিনতে শিখি নিজে
সেসব রাতের বাশির সুরে
আমায় আমি খুড়তে শিখি নিজে
রাতের তারা কান্না চাপে বুকে
অন্ধকারের বর্ণময়তাতে
শীতের পাতা পরশ লাগায় মুখে
বন্ধু-বিয়োগ জঠর পোড়া ঘাতে!
(অনুপ্রানিত)
সেসব রাতের যন্ত্রনাতে আমায়
আমি চিনতে শিখি নিজে
সেসব রাতের বাশির সুরে
আমায় আমি খুড়তে শিখি নিজে
রাতের তারা কান্না চাপে বুকে
অন্ধকারের বর্ণময়তাতে
শীতের পাতা পরশ লাগায় মুখে
বন্ধু-বিয়োগ জঠর পোড়া ঘাতে!
(অনুপ্রানিত)
No comments:
Post a Comment