sculptures

Monday, 6 July 2015

হয়ত সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই.


উত্স্বর্গ : আমি বৃষ্টি বিহীন বৈশাখী দিন..


সে তখন দূর থেকে দেখে ,
খাদের কাছে ফুরিয়ে গিয়েছে বীথিপথ
অতটা গভীর নাহলে বুঝি ,
পাঁজরে লুকোনো যেত সোনা.
বাইরে তখন
বৃষ্টি ভেজা মৌন মুখর রাত..


ডাক নাম পড়ে ছিল পথে ,
যেমন রেশম রোদ আয়েশী
ওম দ্য়ে ফুরোনো পাতা যত ,
পথ গেল সীমানার কাছে ,
সীমানা দেওয়াল গেথে হাত ছেড়ে দেয়
অবহেলায় ছুড়ে ফেলার মত


খুলে খুলে গেছে সব সূতো,
রোদ্দুর ভাঙ্গা সুরে ; কিছু যদি
কান্না ধূলো পায়ে পায়ে হাটে?
ছেড়ে গিয়েছে নাম
অন্য কোথাও,
অন্য কারো কাছে


জমছে অভাব আদরের ,
বড় সাধ করে রাখা 'আদৃতা' নাম !
ছিড়ে ফেলা চিঠি জমছে
ash ট্রে ঘিরে রুপকথা আনাগোনা,
জমছে কথার স্তুপ ..
ছাইয়ের গভীরে কান্না নদীর বাস
transcendental form e জমে উঠছে চুপ!!!


ছেড়ে যাওয়াগুলো জমছে....
কফি মাগে মাঝরাতে soliloquy,monologue,
জেগে থাকা রাত একা একা জমে ম্লান ,
জমা স্রোত ঘিরে শরীর বসে ঠায়ে,
স্মোক কুয়াশার mist -fall জমে গিয়ে
পাশে থাকে সেই হাতে হাত রাখা solitude.


Friday, 3 July 2015

নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণাআমার তোকে:


নদী আনতে গিয়েছিলি তুই, সে যেন অনেক দূর থেকে

সারামুখে ছায়াপথ, পথ নিয়ে ফিরে এলি শেষে

জমা করা খোলা চিঠি অকপটে বলে "ভালবাসি"

শুনবি না একবারো? বলবি না "চল পাশাপাশি?"