sculptures

Tuesday, 17 February 2015

Reflections From Exile

Intimacy & indifference share a binary camaraderie –as you bifurcate the self drawn line between right and wrong, light and dark or truth and false. Any university wit may name it- paradox. I call it Existence, rather a coexistence of the very concept of existence. What I dwell amidst these days is nothing but a congregation of the hyperlinks: an intimate indifference. Deep leveled Intimacy is an exiled imprisonment for the self:  the "us"and others. You must feel deeply intimate/passionate and yet there has to be an open space of indifference to everything- be it work, human relations or life. The mind is only capable of a “heartless indifference” which is just a cold distance, or detachment. You are afraid, when you are expecting or you hope. It's better, when you learn to Exist without expectations.

Solitude subtracts human cacophony. It provides an introspection- a rear view image of the conceived image of reality of perception of the voyages we embark upon, of the discoveries we dare: the passing reflections on the dewy mirror as though time and tide mates to fetter the concepts of existence itself! The mind ever wanders, nomadic are we, bohemian rhapsodies that blood like flows through our veins ever; (at least mine) as caravans of thought impersonates through this restless brain to detach me from sleep and all that you call normal! The mind takes photographs: which in turn refracts in the subconscious to bring about transcendence and higher spirituality. Half of this self remains uncultivated and the better half: read ego or I carefully avoided by the cognitive dwellers: us! A new world, a brave new one opens its doors to embrace, but fear lurks in the heart in the cores of coral vine to obstruct the window to mystified aura. I have ventured, opened doors to unleash the potential cognitive trials and attempts to reach what you call higher class of living... You Coming? ....
  My world is solitary, I may not open the doors! You ready to wait? Shout... I don't hear you, I can't... can't you see? I am down with fever.. Fever of importunate  postpartum Reflection, fever of disbelief? What? you want to wait? Do, I may See you once again, when the moon sweeps through the rain drenched cloud on a lonely moonlight light as I stroll alone, against the tides: of existence, of companionship, of human touch. You Coming Right?

After all, you only grow when you are alone. Life is a solitary cell, whose walls are mirrors.. the mirrors reflect your "I", the past meandering into present and the solitude ever understanding, ever accepting. Your desire globe may blur away with time. You  feel stifled yet realize;  the space between fact puts a scope for subjective creativity with another fear of only to be bridged. I never loved bridges. Do we need them? Why don't you come? Bridges mar interpersonal communication. I am living! Alone, against the TIDE.


They tag it as: unnatural living as we become a kind of a recluse who avoids connection, who stops being sensitive to the world’s suffering, who stops being passionate about life. Being recluse is not a stage; it is a concept, it is a way; a way of living. Constant imbroglio of psychological suffering is what guides us to alienation. No, it's just the passing on. Intimate Indifference is the defense mechanism; a permanent tattoo that leaves its imprint on the sea of brain cells. Intimate indifference keeps me going, living.

Saturday, 20 December 2014

An Ode to Madness

(For madness is nothingness)

Madness is the answer, reluctant.
In madness, lies the answer.
With approaching madness,
Reality-fantasy line diminishes.
In madness, i find myself.
In madness, i love my self.

Wednesday, 26 November 2014

তবু যদি ঘরে ফেরা যায়..(2) বুবু কে !

হলুদ থেকে গোলাপী হওয়া বিকেলগুলো বারণ মানছেনা . সবুজ ঘাসের কার্পেট নরম পশম বুনে হাবিজাবি আদর গলায় টানছে না. নিষেধগুলো পেরিয়ে চলে যাচ্ছে. বর্ডার ক্রস করা কি একেই বলে? শোনা সুর, অচিন পাখি ভালো, কিন্তু না শোনা সুর? অচেনা হাত? ডাকনামে ভরা পুরনো বছর পাঁচেকের ডায়েরি? সব ফেলে দেব? ডাকলি না তো? ডাকনামে? কোনো কোনো বিকেল শুধু তুইতে পায়..কোনো কোনো বিকেল কেবল তুই নেই বলেই পেরিয়ে পেরিয়ে যায়!
 টুঁটি টিপেও চুপিসারে বললি না তো ফেরার কথা? প্রথম বৃষ্টির জলের মত নরম ফেরা..স্নিগ্ধ! যেন কাচারাতে জোছনাবিলাস! তাও বাধা মানছে না..ছাইদানি ঘিরে রুপকথা আনাগোনা...ফিরলি না?

আসলে, যে যায়? সে ফেরে না, ফেরে অন্য কেউ..অন্য কোথাও. সাথে সাথে চলে ঝড়-উথাল পাথাল করা . যেমন সাথে চলা পুরুষালি মুদ্রাদোষ ছাড়া যায় না, (আমি কিন্তু আসলে নরম- সরম )চাই কিনা, সেটাও বোঝা দরকার. অবশ্য, তুই বলিস, বোঝা ভালো নয়, বোঝা বড় বোঝা! সাথের ঝড়গুলো পুড়িয়ে দিল...ঘর.

"ঘর বলতে ছায়ায় ঘেরা বাড়ি
দুয়োর খুলে উঠোনে পা পেড়ে
ঘর বলতে ফিরব তাড়াতাড়ি
ঘর বলতে তোমায় মনে পড়ে"

আমার ঘর আমার ঘোর, আমার দেশ. তোর্ আর আমার এত by এতর দেশ..আমি এখনো খুজি সে দেশ.আমি তো জানি..তার নেই অবশেষ! তাই দেশের টানটা আর জ্ঞানটা টনটনে! দেশের, ফেরার পথটা খোলা পরে থাকে...কেউ ফেরে, কেউ ফেরে না. আমি কিন্তু ফিরি, রোজ..তোর্ কাছে, নিজের কাছে, তাই দেশের কাছে. সাঝের প্রদীপ জ্বেলে, শিখা জ্বালানোর অপেক্ষা. বোঝা নামিয়ে, তরী ঘাটে বেধে, পথে পথে খোজা ছেড়ে, কেনা বেচার দায় মিটিয়ে..আমি ঘরে ফিরি, তোর্ কাছে ফিরি. মেয়েবেলা গোধুলিগগনে, দোসর, আসর সব ছেড়ে..তোর্ দেশে. asideগুলো ফিসফিসিয়ে সময়ের ছায়াশরীর ঘিরে খেলতে খেলতে বলে: "ফিরব বললে ফেরা যায় নাকি?" তবু ঘোররের ঘর ডাকে: আয়  আয় আয়!

"ঘর বলতে সন্ধে নেমে এলে
পিদিম জ্বেলে বসব পাশাপাশি
নিঝুম পাড়া, আটটা বেজে গেলে
দূরের থেকে শুনব রেলের বাঁশি"

তোর্ তাপ আলো হয়ে কলিং বেল বাজায়নি. হুরমূরিয়ে এন্ট্রি নেওয়া আদরের পথে -ঘাটে তোর্ অরুন রশ্মি ছায়া দেয়নি..ওই যে দেখ...দোরগোড়ায় থমকে.তোর্ আলো ...বেলা পরে এলো..এলোমেলো হয়ে গেল...যাবতীয় জাহাবাজ সব!  আমি তাই দিশেহারা, খামখেয়ালী, সৃষ্টিছাড়া Robbed! ফিরব..একদিন, কালে, দেশে, তোর্ আর আমার দেশে..অবশেষে!

"ঘর বলতে সমস্ত রাত ধরে
ঘুমের চেয়েও নিবিড় ভালোবাসা
ঘর বলতে তোমার দুচোখ ভরে
স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে আসা

ঘর বলতে এসব খুঁটিনাটি
ঘর বলতে আকাশ থেকে ভূমি
একদিকে পথ, বিষম হাঁটাহাঁটি
পথের শেষে, ঘর বলতে- তুমি। "


Wednesday, 16 July 2014

তবু যদি ঘরে ফেরা যায়..

উত্সর্গ্য : ছেড়ে যাওয়া কোনো এক পথকে ..ছাড়িয়ে নেওয়া কোনো এক হাতকে...


মাঝে মাঝে মেমরি ডিকোড করা ধোয়া অস্তিত্ব নামের বাড়ির ভিতটাকে নাড়িয়ে দিয়ে জানান দেয় -চলছি. শুধু ছেড়ে যাওয়াগুলো বাড়ছে. বিশ্বাসগুলো স্টেশন মেনেও থামছে না. তাও জানি, এখনোতো চলবার দিন. পাক পাক, বাক বাক.. আমি, আমরা, সকলেই  ঘুরছি. Gravitational পুলের নিয়ম কে সেলাম  জানিয়ে. কোথায়? কেন? প্রশ্নগুলো সব যেন গত জন্মের কাছে গচ্ছিত. Materialism নামের ঘুনপোকা আমায় তাড়িয়ে বেড়ায় না, কোনদিন বেড়ায় নি... আমার অন্য রাজ্যপাট..আমি হলদে পাখির সকাল দেখব বলে সারারাত 'শুধু কবিতার জন্য' কলে নিয়ে বসে থাকতে পারি. আমি জানি,আমরা চলছি..সময়ের বালিয়ারী ধরে. চলছিআমরা খুজছি..দেশ..হারানো সময়, মুহূর্ত, কথা আর মানুষ. আমরা খুজছি.. আমরা চলছিকিন্তু আমি? আমি চলছি? আমিও?
আমরা বাচছি, হাসছি, দেখছি, পরছি আবার চলছি...ঘরের রুলটানা মেঝেতে যেমন এত বাই এতর কাটাতার..আমাদের সময়ের তাই, চলার তাই, থামারও  তাই. একেকটা দিন আসে সেই সময়ের কাটাতার পেরিয়ে, রুল বুক প্রেসেন্ট Mam বলে, বিষন্নতার গলিঘুজি বেয়ে! কত চোরাবালি ডাক দিয়ে যায়...কত অতল তল না খুঁজে পেয়ে বন্ধ গুহায় বাশির সুরের মত কেদে কেদে মরে..চাল গুলো বেচাল হয়ে যায়..সুরগুলো বেসুর. অযথা. অবাধ্য..অথচ নিয়মাফিক অতল. দিনগুলো ধোয়ার ইচ্ছে মাখা ধুসর জলছবি যত..তাতেই তির তির দূর পাহাড়ের দ্রিম দ্রিম আলোর reflection পরে, যেমন বৃষ্টির পর মন কেমন করা হলুদ বিকেল গুলোয় রাস্তার ল্যাম্প্গুলো ...একঘেয়ে solitary সারা বিকেল জুড়ে পাহাড়ি রাস্তার ঝিম বৃষ্টির মত. সেই দিনগুলোয় মগজ আর নিতে চায়না মেয়ে জন্মের হাহুতাশ.
সেগুলোই কি থেকে যাবার দিন? ঘরে ফেরার দিন? দোয়াত কালিতে কলম চুবলে তবু eclipse ভেদ করে এক দু ফোটা নীল রক্ত উঠে আসে. বিষন্ন বর্ষা কেমন stagnant. বার বার বলেছি আমার পাখিজন্ম.. জন্ম শুধুই পাখিজন্ম..দোয়েল পাখির ভোর দেখার জন্ম..ফিরতে পারি না, দেশে, কথায়, মুহুর্তে, মানুষে. আমি অনেক রকম জড়িয়ে গেছি...এই অল্প আলোর দিনে, অন্ধকার, বিষন্ন বর্ষা, তাতেই গ্রহণ লেগেছে ইচ্ছের, কবিতার, চলার আর সুখের.
ফেরা হয় না, ফেরা যায় না, কোথাও বোধহয়  দেশ আছে. আচ্ছা দেশের ঠিকানা পায়না কেন? সবাই? ঝড়ের দেশ , ঘরের দেশ, পরের দেশ, সবই আছে, যে যার মত, আমরা শুধু গন্ডি কেটে নামকরণ করে দি, মেঘবেলায় যেমন অঝোর বৃষ্টি পরে, পরেই যায়, জানান দেওয়ার জন্য: আজকে নিম্নচাপ. আচ্ছা ইচ্ছে হলে দেশের দোটানায় পরে গন্ডিগুলো পার করা যায় না?  May Be.. ফিরতে হবে, কালে, দেশে. ঝড়ের দেশ ছেড়ে, ঘরের দেশে, পরের দেশ ছেড়ে ঘরের দেশে. কোথাও বোধাও সেই দেশ আছে, অপেক্ষায় রইলাম, তুমিও জানিও, পেলে.


Wednesday, 5 March 2014

অকারণ: Nostalgia/Enochlophobia/( whim/ Lust/Hunger/ Thirst/) (2)



আরেকটা দিন কাটল..গ্যাস বাতির সহরে, ফেরিওলার একঘেয়ে নিয়ম মাফিক হেকে যাওয়া রং চটা দুপুরে..কিছুই করা হলো না..আজও. বলা হলো না..শোনা হলো না...পাওয়া হলো না..দেখা হলো না,হয় না...হলো না...এভাবে নয়.. অন্য কথাও অন্য কোনো খানে ...'হলো'টা শুধু সালভাদোর দালির পুষ্টিকর তুলির ছোওয়া না পেয়ে পেয়ে অপুষ্টিতে ভুগে টাইম ফ্রেমএ eternal তকমা নিয়ে সুখে রাজত্য সামলালো...”হলনা"  আমার মেয়েবেলার জিওগ্রাফি বইতে পড়া এভারগ্রীন পাতা..Forever! নিয়ম!
হবে.হয়ত: .’না' মানেই তো আবহমান...’হলো’ তাই জোলো হয়ে গেল..
হলো, রাত, ঘুমের ঢেউ ওঠে শরীর জুড়ে, অথচ ঘুম পেরিয়ে পুরনো শৈশব,পুরনো গন্ধ, চেনা দেয়াল ;কিন্তু অচেনা মুখের সারি. মনে হয় গিয়ে ছুটে ছুয়ে ফেলি ঠান্ডা লাগা মরচে পরা খামখেয়ালীপনা, না ছোয়া যায় না...ছুলেই আমায় ঘিরে ফেলবে মায়া.আবেশ জড়ানো. নিবিড় মুখে, গলায়, বুকে. আর ইচ্ছে মত অন্ধকার মাখা যাবে না. কতদিন ভেবেছি বিষন্নতা গুলো মেখে নেব, জ্বরের যেমন ঘোর, ইচ্ছেরও আছে. শুধু ইচ্ছে গুলো ছোয়া যায় না, মাখা যায় না. এটাই "নিয়ম"! তাই কলঘরে বালতি বোঝাই জলের মতন জমা থাক. টইটুম্বুর! ওরা ওদের মতন করেই  থাক. গোছানো অগোছালো আছে যেমন? থাক, ইচ্ছে গুলো থাক জমা জলের মতন, ওদের তো Space চাই না, হাবিজাবি শৃঙ্খলা মেনেই থাক, collage হয়েই থাক, না খুজলেই হলো! ওহঃ ওদের তো ছোয়া যায় না! জমে থাক, জমুক, থাকুক.

ছেড়ে যাওয়াগুলো জমছে....একা পথে হাটাগুলো বেড়ে যাচ্ছে. রোগাপথ আপনজন.
কফি মাগে মাঝরাতে , "soliloquy, monologue,"
জেগে থাকা রাত একা একা জমে ম্লান ,
জমা স্রোত ঘিরে শরীর বসে ঠায়ে,
ঘন কুয়াশার mist -fall জমে গিয়ে
একলা নারীর কথা বলে Solitude

এ বুঝি চন্দ্রদোষ!.কবে আমার ক্রিং ক্রিং স্যাটেলাইট comrade একটা বার্তা বহন করে এনেছিল...কেউ ভুলে গিয়ে ভুল করেই ভুল প্রশ্ন করেছিল....তার নাম টা deleted আমার non expandable memory থেকে....প্রশ্নটা "ভালো আছ ?'' (মেমরি ডিকোড করা smoke বলে যায় চুপি সারে: "The burnt- out end of smoky days!" ) অবান্তর ....ভালো থাকাটা কি? পাস ওয়ার্ড হয়? Inhale করা যায়? সন্ধে ছুয়ে বিকেল গুলোয় ভালো থাকা যায়? ফেরি ঘাটে স্টীমার গুলো যখন অন্য কোথাও পারি জমানোর জন্য ঘাট ছেড়ে নির্বাসনে যায়, মন কেমন করে না? আমার করে. কত mob-conscience ভুলে ভিড় করে আসা  জমাট অন্ধকার নেমে এসেছে জল ছোয়া বিকেলে, ,আমি ঠায়ে দাড়িয়ে থেকেছি .. Motionless....ছুটছে শহর ...আমি স্রোতের বিপরীতে হেটেছি বার বার দলছুট নাবিকের মত ছুটে গেছি.....জানি ছুটবেই কলকাতা আরো অনেকক্ষণ......ঠিকানা হারিয়ে ফেলা কলকাতা, অভিমানী পোস্ট মডার্ন কলকাতা, পোস্ট কলোনিয়াল ট্যাগ বয়ে বেড়ানো কলকাতা... তবু মন কেমন করে .ঠিক কিভাবে ভালো থাকা যায়?? সবই নাকি মায়া! তাই হবে ! “মায়া” . Maya: তাও আবার Abstract Noun, তার কায়া হয় না. তাই তাকে ছোয়া যায় না, তবে সে থাকে, থাকেই!

 রাত থাকে না, থেমে..."নিয়ম" ! ভোর হয়, গঙ্গার ধারে এখন অবেলা থেকে নিম বেলা পর্যন্ত জলে আলো ঝিক ঝিক করবে. পাকা শোনা রঙের আলো. লালগোলা সোনালী রঙের থেকে আলোর রং হয়ে উঠবে রুপোর জাল দেওয়া নকশিকাথার মতন. শীত ফুরিয়েছে. সকালের পায়ে চলা ঘাসে তাই নরম হিম. ট্রামগুলো একে বেকে চলা শুরু করবে, ডিপো থেকে ঘুম ভেঙ্গে ট্রাম দেখবে আমার সহর টাকে. ট্রাম গুলো ভোর দেখে, রোজ, ভোরের গন্ধ, নরম পরশ মাখা সহরের অলিগলি চষে ফেলা হাওয়া ছুয়ে যায় ট্রামের ভাগ করা লোহার শরীর. ট্রাম গুলো রোজ ভোর দেখে, আমার তিললোত্তমার ভোরবেলা. আমার হয় না..দোয়েল পাখির ভোর দেখা...শীত বেড়েই যায়, ঠান্ডা এসে আচর দেয় মাটিতে,শরীরে,অথচ বাতাসে পলাশ নেশা, খবর বলছে এবারের মত শীত গত. নিম বেলা চটে উদাস,সিড়িতে চোখ নেই আর পশম পাতার মত শীত!সেই মত হাওয়া দেয় না আর ..সাদা পথ ধরে, যে পথে বন ময়ুরীর খোজে যায়নি কোনো -ঘরদোর্ বাধা বন্দী মুখ!  অথবা মুখোশ. দেবদারুর মোরাম বেছানো শান্ত পথে তাই সে হারায়নি, হারাতে ভিড় লাগে যে! সাদা পথ পড়ে থাকে একা. সেটাই বুঝি ট্রাম লাইন!
ট্রামের আর তার চলারও নিয়ম আছে, সময়! চলে গেল আরেকটা দিন, থেমে নেই সময়, নিয়ম! সব নিয়মে হয়? নিয়ম মেনে? হয় না, হলো না, এভাবে নয়...আরেকটা দিন...শেখা, চাওয়া, পাওয়া, করা বলা- কিছুই হলো না....বসন্ত উকি মেরে যায়....আমার উত্সব এলো না...

ধুলো জমছে রাস্তা জুড়ে, 'জমছে'
পড়ে ফেলা বই জমছে,
Ash ট্রে ঘিরে রুপকথা আনাগোনা,
জমছে কথার স্তুপ ..
ছাইয়ের গভীরে কান্না নদীর বাস
Transcendental form e জমে উঠছে চুপ!!!

যা কিছু জমে সবই তো নিয়ম, নাকি পরতের পর পরত , এমনিই জমে, তারও নিয়ম আছে, সময়ের পলি আছে, শৃঙ্খলা আছে, যেমন আছে রেসুমের! আছা জীবনের Updated Resume হয়?
হয় কিছু কাজ, হয়,( বার বার এক ভুল গুলো হয়)...আচ্ছা, ভুলের expiry date হয় না?







Sunday, 22 December 2013

অকারণ: Nostalgia/Enochlophobia/( whim/ Lust/Hunger/ Thirst/) ( 1 )



ইদানিং সন্ধে গুলো বড় তাড়াতাড়ি নামছে. দিনগুলো ফুরিয়ে যাচ্ছে.. আচ্ছা, সন্ধের গন্ধে একটা অচেনা বিষন্নতা কেন পাই? জানলার বাইরের জমাট অন্ধকার হাতছানি দিয়ে যায়...কলকাতা মেক আপ করছে..আলোয়, .তাও অন্ধকারের সুইচ অন থাকে.. শীতের স্ট্যাম্প মারা আবেশ, গোধুলি কে ফর্মাল গুডবাই জানায় রাস্তার হলুদ আলো. হলুদ আলোর মায়াবী কলকাতা...ঠিকানা হারিয়ে ফেলা কলকাতা, অভিমানী পোস্ট মডার্ন কলকাতা, পোস্ট কলোনিয়াল ট্যাগ বয়ে বেড়ানো কলকাতা...

আমার রাত ছবির ক্যানভাস ঘিরে শেষ বিকেলের ফুরিয়ে যাওয়া আলো, আমার ঘরে ফেরার লাস্ট অটো...জানি আরেকটা মর্নিং আসার জন্য ব্যাকুল..ফেরার সময় আবার psychedelic' ইচ্ছে ' Lists কলিং বেল বাজিয়ে যাবে রুটিন মাফিক...বলবে: আছা গড়ের মাঠের ঘোড়া গুলো এখনো হাওয়ার সাথে পাল্লা দিয়ে ছোটে?এখনো? ওখানে ঘাসের সিম্ফনি গুলো জ্যোত্স্না রাতেই হরদম মুনলাইট সোনাটার জাল বোনে? এখনো? সকালবেলায় বাইপাসএর উজান ঠেলে যাবার সময় রোজ ভাবি, আজ যাই...একদিন যাবই ..

আচ্ছা ... ইচ্ছে গুলোয় কি তাড়াতাড়ি Drop Scene নামছে? ফ্যাকাশে, মরা, মন কেমনের টোটেমওলা সন্ধেগুলোর মত? ঘুম ভেঙ্গে সিলিংএর দিকে তাকিয়ে থাকতে থাকতে পিছু টান কিছু কিছু সময়ের পাস্ট টেন্স টেনে আনে.
কার্নিশ থেকে সূর্যের আলাপ...একটা দুটো আবদার খেলাপ..কত কিছুই যে মনে পরে... ধোয়া চাই, ধোয়া..আহঃ..পিছুটান থেকে সুখটান থেকে গুনগান থেকে রোদ্দুরের কাক্স্নান ...স্মোক স্নান ..টান টান ...কেউ দাবানল  তৈরী  করলোনা..আমার পোড়ার সাধ... তাই আগুনে পোড়ার জন্য মোমবাতির  আশেপাশে  ঘুরছি...
Hmmmmm..
একেকটা দিন যেন শুধূ ক্যালেন্ডারএ ভিড় জমানোর জন্যই আসে... তাদের ফর্ম নেই, স্টেটাসও না...কাজ হযেও Failure!. সেগুলো নষ্ট দিন...কোনো কাজ না হবার দিন.. কাজ হয়েও না হবার দিন.. কত দিন যে  এরকম ভাবেই নষ্ট হয়! নষ্ট হলো....লাগাম ছেড়া ইছে গুলো কেন এরকম দিশেহারা? ওরাও কি ভিড় হয়ে গেল? ওদের ঠিকানা কি বার খুজে পাব? কোনদিন? সত্যি কি দিনগুলো তাড়াতাড়ি শেষ হচ্ছে?
কাজ ...কাজের মানুষদের কাজ, অকাজের কাজ... কৈ..তেমন ভাবে করা হলো নাতো? কাজের মধ্যে কত কাজ..মানে কাজের কাজ. যেমন? নীল চিঠি লিখেছিল যারা ? তাদের একটা ডায়েরিতে তুলে রাখা, নীমের পাতা দিয়ে...আচ্ছা আমি কতদিন চিঠি লিখি না...আজকাল সবার মত আমিও কেমন email করি... এই শহরের আর সবার মত  আমিও কি ভিড়ে হারিয়ে গেলাম? কবে কারা আগুন জ্বালিয়েছিল...কবে একটা বিষাদের সুর নীল চিঠি জুড়ে...কোথায় সব? তারাও কি ঠিকানা হারালো? তেপান্তর পেরিয়ে বন ময়ুরীর অজানা শান্ত গ্রামে ?...কাজের কাজ আরো আছে...পার্ক স্ট্রিটএর সেমেট্রিতে কিছু মেমরি ডিকোড করা ধোয়া, কিছু 'যারা বৃষ্টিতে ভিজেছিল'...
মেমরি কার্ডএ কতকিছু যে জমানো হাবি জাবি...যেমন আমার 'ভীষণ গোছালো ' ঘরের গোছানো drawer...কতকিছু জমানো...মেয়েবেলার কার্ড, অবহেলায় Reject করা রাইটিং প্যাড, রাগ করে না ছুয়ে দেখা বই...একসময় 'তুলে রাখব' আন্দোলনের সাক্ষী..শুরুতে একটা মার্চ পাস্ট টাইপ শৃঙ্খলা ছিল...যার যার 'স্পেস' আমার ঠিক করে দেওয়া...এখন সব কোলাজ হয়ে গ্যাছে..একটার সার্চ করলে আরেকটা Present Mam বলে! ( Seems like Memory?)

আমার বইয়ের আলমারি রোজ ঝাড়া হয় না...বইয়ের স্তুপ থেকে তাই আর কিছু খুজেও পাই না...বইগুলো আছে...নিজেদের মতন করে...ওরা ভিড় হয়নি...কত বই...বইয়ের পাহাড়...পড়া হয় না...ওই যে বললাম কাজের কাজ হয় না করা..

"তুমি ভেবেছিলে যাবে বদলে যাবে নতুন করে জীবনের রং...আমিও তোমার মত সেই নতুনের অপেক্ষায় ছিলাম...তবু একটু একটু করে সময়ের অগোচরে.. গেলাম হয়ে পুরনো সবাই.."        
অসময়ের পরিচয়. কিছু আলগা শরিক, কিছু এক সাথে মুহূর্ত তৈরির নাগরিক..অসমাপ্ত, অযান্ত্রিক....
সময়ের কানাগলি পেরিয়ে যে কত মুখ আজ সেপিয়া টোনে ধরা পরে, জানি তাদের সাথে দেখা হওয়াটা নেহাত coincidence ! অর্থাৎ ইচ্ছেটা জুজুবুড়ির সাথে ভাব পাতালে তবেই সেই ইন্দ্রপতন!
কিছু কিছু চলে যাওয়া time, space, memory কে কব্জা করে বসে থাকে,ঠিক যেমন কিছু পুরুষ ইগোর কালিতে  স্টাম্প মেরে নিজেদের space আর পুরুষালি তকমা বাঁচিয়ে রাখে! (What about Bergsons Theory of Time, Place and Consciousness???

হয় না...হলো না...এভাবে নয়.. অন্য কথাও অন্য কোনো খানে .....মন মাডামর কথা শুনে উদ্দেশ্যহীন ভাবেই হেটে চলা..শুধু হেটে যাব. হাটার জন্যই হাটা... কোনো কারণ ছাড়া...ঠিকানা ছাড়া..শুধু ‘Minimalism movement’ যদি মনের ওপর টর্চ মেরে আলো জালাত ???
তবু বারবার ফিরে চাই..ভাবি বলি.....এখনোতো গল্পের দিন, এখনো তো কিছু কিছু ছবি...মন মেলে পাখনা গজায় ....
 আবার ভাবি...  নাহ থাক...না রাখা কথার পিছুটানগুলো বড় টানে.....রোদ্রের হাসিতে অকারণ... রুপকথা স্কেচ করে যাই...নীল চিঠি পড়েছিল যারা? ঠিকানা খুজেছে এতদিন ...বার বার খুজেছে...ঠিক আমি যেমন খুজি? সকালের গুড মর্নিং রোদে? তেপান্তরের হাওয়া এসে দিয়েছে ঠিকানা ইশারায়...
কাল আরেকটা দিন...অযথা...অবান্তর...অসময় ..
তাও নিজেকে বলি..ওগো আন্তিগোনে...
এখনত চলবার দিন ...এখনত কিছু কিছু কথা...জাল বোনে ভার্স পোয়াম মোডএ ...ব্রেনর ব্যারাম আসছে ডাইরেক্ট রোডে..

Wednesday, 9 October 2013

উতসর্গ: (তারপর) ছেড়ে যাবার পথ ছিল অনেক, তারপর ফেরা দেশটুকু সেরা দেশটুকু খানেক, দলছুট বিকেল আর বিষন্ন একা ঘর ফেরা , এমন অভিসার ভরা রাত..শুধু তাদের -.ছেড়ে চলে গিয়েছে যারা!


পুজো 

কাল সকালে contents এর ভিড় নেই. কাল সকালের alarm অলস রূপ সায়রে পা ডুবিয়ে dormant মোড এ থাকলেও ক্ষতি নেই. কাল মাথার calculator ৮:৪৫ এর বাস মিস করলে চিন্তাগুলো (s) sub -conscious ঠেলে বেরিয়ে এসে বলবে না: এমনই হলো তৃতীয় গ্রহণ দেখা = ৩ দিন লেট! কাল আমার নিজের সকাল! চা এর আমেজ আর নকশা কাটা রোদ্দুর দেখবে ঘড়ির কাটার মিছিমিছি ছুটোছুটি! সময় উত্সবের ফুটপাথ ধরে কানা মাছি ভো ভো খেলতে খেলতে দেখবে আমি অ্যাশ ট্রে ঘিরে বুনছি জলছবি. কাল আমার নিজের দিন. আমার একলা ঘরের চুপকথার দিন. কাল আর মুখ- মুখোশ গুলোবে না. কাল একলা রাস্তায় হাটতে গিয়ে ভয় নামের কালো পাপোষে পা হরকে পরব ন! আমি যদি ভিড় হয়ে যাই?
আমিই ভিড় হয়ে যাই, আমি ভিড়ই হয়ে যাই..


আমার চেনা কলকাতা বদলাচ্ছে. পুজো পুজো রোদ আজকাল টের পাই না. কে জানে হয়ত মনের বয়স বাড়ছে. মহালয়া এলেও আমার পুজো আসে না. তবে মন চলে যায় বহুদূর....আমার যে আবার সবটাই প্রবাস! মনের! পুজোর রোদে মন খারাপ করা গন্ধটা সেই ছোটবেলা থেকেই চেনা. আজও পাই সেই চেনা গন্ধ..( বাড়ির শিউলি গাছটা কবে মরে গেছে, মনে আছে আমার মেয়েবেলায় পুজোর সকালে শিউলি ফুল তুলে মালা গাথতাম, অপটু হাতের মালার সুতো হলুদ হয়ে যেত; কিছু ফুল ছিরত তবু মালা গাথতাম! আর মালা গাথা হয় না ).. হয় না কতকিছুই! ময়দান জুড়ে পুজোর রোদে খালি পায়ে শাড়ির আঁচল লুটিয়ে হাটাও আর হয় না. ...ঘাটের কাছে শুধু গল্প বলে নদীর জল; ছলাত ছল ছলাত ছল!

পুজো আসে .....সম্পর্কের expiry ডেট পার করেও; পুজো আসে.!!!
আসার জন্যই আসে . আমার মন কেমনের সকালবেলার হাত ধরে, বাইরে বারান্দার মাটিতে রোদ্দুরের কাটাকুটি খেলায় , ছাদ জুড়ে কার্নিশ ডিঙিয়ে আমার আলট্রা মডার্ন পাড়ার নিস্তরঙ্গ গলিঘুজি পেরিয়ে. পুজো আসে. মুখের ভিড়ের দালান খোঁজে অযথা ব্যস্ততা . পাশের বাড়ির পুজো আসে কেনাকাটির ছলে; দোরে ঘরে Asian paints চড়ে! মেয়েবেলায় পুজো ছিল মুক্তি... আলোয় আলোয় ধুলায় ধুলায়..মুক্তি নেই, আগেও জেনেছি, মুক্তির বড় দাম.
চারপাশের ঝলমলে রোদ্দুর...সবুজের উপর ছুটতে ভালো লাগত...আকাশ নেমে আসবে বুকের ওপর.. সারা শরীর দিয়ে আকাশ মাখবো...মুখের ওপর বুকের ওপর..সেথায় আমার "সব পেয়েছির দেশ" আমার নেই অন্ধকার থেকে আছে অন্ধকারের দিকে ভীরু পায়ে হাটা .. আর কাশগুলো শরৎ গল্প বুনবে.. বলবে শেষ রাতের ছুয়ে যাওয়া তিরতির হাওয়ার কথা, বলবে: "তোমারো অভিসারে যাব অগম পারে... চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে.."
নাহ! 
আমি আর ছুটি না.. পুজো ছোটে..আমি সাথে ছুটি না... ভাবো! দোয়েল পাখির ভোর আসে, আসে না, পুজো আসে! শরীর জুড়ে পুজো পুজো গন্ধ , পুজো রং জড়ানো নেশা সব কেমন পুরনো ডায়রির নতুন পাতার মতন. যতই তার ফ্যাশন থাকুক স্টাইল টুকু আগাগোড়া নকল, কারণ তা পুরনো.

অলস রাতের কলকাতায় এখন কাজের মানুষ and মানুষদের পুজো রমরমিয়ে. আমি অকাজের. তাই বাদ. এ যেন রবি ঠাকুরের "ভুল স্বর্গ"! জানলা খুললেই পাশের বাড়ির যত্নের গাছ. বড় বেশি যত্ন !
দলছুট পাতাগুলয় তাই পুজোর গন্ধ নেই, ভাসান আছে. গাছের পাতার ফাকে রাতের গন্ধ ভাসে.
ভাসে আমার বুকেও. জানলার গারদ তখন চরণ গা আলতা নদী পেরিয়ে পাঠিয়ে দেয় আমার দেশে.সেখানে সবুজ নদী গেরুয়া পাহাড় সেখানেই আমি আদৃতা..ঠিক যতদুর মন ভেসে যায়? ঠিক ততদূর আমার দেশ! খুজে পাই আমার মেয়েবেলা, না খুজে পাই না, ঘুরে তাকাই.
তবু পুজো আসে. আমি অপেক্ষায় থাকি পুজো শেষ হওয়ার. মানুষ ভিড়, আলো... না... কাজ চাই, অনেক কাজ!

Sunday, 18 August 2013

Sweetest Trance, I do not go, you are not a Friend, rather a Foe!


Unlike the overwhelming, Chinese chimeras, the unpredictable rains storm down. Yet the kicking up dust, the huge isolated drops of rain in sync with the reverberating rhythm were undiscerning in sweeping away two years of insurmountable drought.  Like a lumbering leviathan the winds travel.. Pools of shadow, scarred smokes scoops the palpitated half moons of water. The sky light thinning away, dusk and a thin plume of smoke rising from a stale cigarette fire. Dusk arrived, once again, paving their way to one level of consciousness: a deadened delusional one that I know is the vintage flu of fragrant madness. And in the watch tower like brain never evacuated from the sea cells: a metamorphosis debunked. And in the delusional mode ,everything starts changing almost becoming a mirage! The dusk Chronicle began...
.           A puff of initiation.. yeah, let me begin! Of lodgea prosaic bequeathed for all those who search her!
           The hunting repertoire of the black girl who blogs. I heard you say "men are haunted by the vastness of eternity. Their actions echo across centuries." So do our fleeting sense of living. We rise and fall like the winter wheat. Yes Black girl, the geek girl with big eyes and a tomboy! The most conscientious expert would find no sign of her today. Yes black girl, you remember her? I know time has snatched you from her! With a clear Conscience I tell you with a pure heart, once her colour was baby pink, now its grey. That’s what your eternal sunshine drove her to. Time is blotting paper. Sucks moments, feelings. Once again, she has started living on the edge! She despises all- life, health, luck, love and all that you connect to as normal or all that your wise documents regards as the good things in this world. Haven't I told you lately; you need to cling on to illusions to sustain Life? The Black girl has lost that wand which emitted illusions. Adorable Illusions I do not go, I dare not go!
Instruments of truth, Black Girl at times enlighten the soul, the dark alleys and the dungeons of heart where light penetrates no more. Rather the lightning of stark reality creates those muddy pools, an era of Silence as an Introspective Retrospection. Time demands time at times! That's the allegory of Time! Funny, eh? Yeah, too funny! So much so that at times she needs to shut down. Adorable illusions I Dare not go, I dare not dream! Black Girl, have youheard of Exiled Sanity? Yes, that's the Route to the roots, to the salvation. Dear Black Girl, displaced reality is the reluctant messiah that guides her. Black Girl you left her? She needs you Tonight. 
Black girl, you remember her? The little speck of pure dust? Supposedly from where we emerge and are expected to retreat? Yes, she is alcoholic now don't look at the mirror, you may not recognize! Fragrant wines that she once used to drink from the fragrances of poetry, has changed its course. Alcoholic she has been. Beauties as ethereal as the cloud capped star have pigeon holed themselves with ghastly metropolitan melancholy and robotic existence or even non existent! The magic of poetic ventures that visited her at night has been replaced by nightmares and the doldrums of hallucinations. She fags the lungs out of her. It gives her life. Black girl, you know what life is all about? She knew once. She was once in love with Life. No, no its no haunted, self pity labelled poetry. It's a journey archived from me identity to I Identity. Yet Life left her. All that the untiring thought of man has created in the ages is compressed into a small outlet in her brain. Life has taught her. She no more lives in illusions: all that you have self chosen and  taken -lies for truth, hideousness as the reflection of beauty! She bled Love whispered nymphs poured out her free flowing crescendos of Menstrual blood all over her body. Black girl, she has started loving her blood. That's all she's is left with. At the stamped and raped heart lay throbbing in the labyrinths of her "unfeminine body" her word tattooed breast echoes:  EXILE. On life's midway she got lost in the Black Forest. Black girl, your tresses are like the snares of the Black Forest. She has a super short Pixie Crop now. The hot shot T2 confirms the cut is unwomanly. So are her ways.  I told you she has changed. Let me count Three years or more?
 You may not know her now Black girl. She has started living on the edge. I know you won't believe me. After  all, you never saw her in the current times. Her dancing to the rhythms of sultry numbers. She wanted to catch those moth smoke, yet mountains never echoed! Yeah certain things never change. Even now she loves solitude. Yet living on the edge. Let that moment appear when she shall have been in the tunnel of light. She has ample to say black girl, dust canopied travelogues telegraphed by the passing winds. Yet Adorable Illusions She must not go... You will wait Black girl? Seek? Explore?  You dare? I have forgot to tell you, she is a sniper now!


        

Saturday, 27 July 2013

Page torn from the Diary: Gypsie Travelogues : In Short: A Letter

Dedication: "At sunset, on the river bank, Krishna
Loved her for the last time and left...

That night in her husband's arms, Radha felt
So dead that he asked, What is wrong,
Do you mind my kisses, love? And she said,
No, not at all, but thought, What is
It to the corpse if the maggots nip?"

To Consciousness,

                                Dear You. Haven't met you for days, ages, time's chore... unending nights stole you from me, you see? The misty chill of frothy remembrance, some memory trapped in the memoirs of paranoid resemblance cuts off reality. Distance screams, scary eyed dreams, smoke trapped consciousness, how have you been? Time meanders across the miles, like a corpse dried motif in surreal style, roads changed to nightmares, darker agile.. I changed my me, a drifter by now, they know this indifference, not the why or how's! Elusive am I? Oh Consciousness, stale is your epiphany, wild lurks your gaze... Have I been oblivious of living... in a maze? Pardon me Consciousness I am late, the last boat sailed, the last star slept!
                                You awake? On the shore???
                                Conscience (still) knocks my door
                                 Fire froze , illusions dazed ,
                                 Memories chased, passed and more  
                                 As we see "there" instead of "here"
                              Dear Consciousness  can you hear????
                    
    The rattles of wind, roars of fear as far as the eyes can see
    Noise of fire, blows of admire as though hope mock and flee
    Drums of silence, roads crossed in tear, the drudgery of smiles, afraid to be near
    I am drawing the canvas of perception from the hemlock strains
    Where Imagination is obscured from the love locked veins
      Conscious Consciousness, I am on the edge of your calf, jubilant highs and pensive lows,
     Plunging into depression with making up steel brows
     Still I Know I can't stop, will fight the way until the last drop 
     Smothering my will, I choke my words, that once chose the poesy of life.

                                                                                               From Bohemian Antigone. (Forever Yours)












 
                              

Sunday, 30 June 2013

For Those who have Learnt to Listen to the Unheard, Unexpected Voices..

.


  • A
Of naked depressions, of Joyride vanities, of hysteric quick witted slaughters
Of short breathed recoveries, of charged up toxicities, of bombarding numb laughters.
Of living by thoughts of existential droughts; of Narnia journals trajectories!
Of sandstorm decadence of asphalt treats of dreams, though torn raspberries.
Of Solitary travelogues of Kafkaesque transcendence, of endless "I Live" feats;
Of Themes, Of motifs, Of flames of surf Of swim swam like blue retreats...
The dreams, symbols and Tidal waves, Smokey hallucinations, obnoxious consciousness: do have a consensual mating.. will you??
  • B
Of realms and overwhelms Of scary witches, dreary traces.. the ugly faces do I dread
Of meandering silhouettes of gray, silver linings, Of detachments songs am I Dead?

Of Lost opportunities, lost possibilities of mutual masks we wear, and the makeup we don'
Of Frozen seas, of quietude flees, of subversive front fears ...and the wages for con!
Of epidemic like moods, of licentious shrouds.  And the happiness that was never born.
Of the Walls of Bethlehem, of Prophetic wisdom, Move On or you Mourn..
  • C
Of tempest upsurges, of long distant calls, of sinful knowledge of moonlit strolls
Of benevolent bridges, of clairvoyant balls, of nymph like the bondage of night star falls.
Of pastness of the past, of the cries of the unjust, of the words spoken last, of surface peace bursts
Of  Iron gates of Fate, of forced obliterate dates, of deception point crates, 
Of Silent Drowns Of unheard screams of lost symbolic states.
Do have a ride with me sometimes, will you?