আরেকটা দিন কাটল..গ্যাস বাতির সহরে, ফেরিওলার একঘেয়ে নিয়ম মাফিক হেকে যাওয়া রং চটা দুপুরে..কিছুই করা হলো না..আজও. বলা হলো না..শোনা হলো না...পাওয়া হলো না..দেখা হলো না,হয় না...হলো না...এভাবে নয়.. অন্য কথাও অন্য কোনো খানে ...'হলো'টা শুধু সালভাদোর দালির পুষ্টিকর তুলির ছোওয়া না পেয়ে পেয়ে অপুষ্টিতে ভুগে টাইম ফ্রেমএ eternal তকমা নিয়ে সুখে রাজত্য সামলালো...”হলনা" আমার মেয়েবেলার জিওগ্রাফি বইতে পড়া এভারগ্রীন পাতা..Forever! নিয়ম!
হবে.হয়ত: .’না' মানেই তো আবহমান...’হলো’ তাই জোলো হয়ে গেল..
হলো, রাত, ঘুমের ঢেউ ওঠে শরীর জুড়ে, অথচ ঘুম পেরিয়ে পুরনো শৈশব,পুরনো গন্ধ, চেনা দেয়াল ;কিন্তু অচেনা মুখের সারি. মনে হয় গিয়ে ছুটে ছুয়ে ফেলি ঠান্ডা লাগা মরচে পরা খামখেয়ালীপনা, না ছোয়া যায় না...ছুলেই আমায় ঘিরে ফেলবে মায়া.আবেশ জড়ানো. নিবিড় মুখে, গলায়, বুকে. আর ইচ্ছে মত অন্ধকার মাখা যাবে না. কতদিন ভেবেছি বিষন্নতা গুলো মেখে নেব, জ্বরের যেমন ঘোর, ইচ্ছেরও আছে. শুধু ইচ্ছে গুলো ছোয়া যায় না, মাখা যায় না. এটাই "নিয়ম"! তাই কলঘরে বালতি বোঝাই জলের মতন জমা থাক. টইটুম্বুর! ওরা ওদের মতন করেই থাক. গোছানো অগোছালো আছে যেমন? থাক, ইচ্ছে গুলো থাক জমা জলের মতন, ওদের তো Space চাই না, হাবিজাবি শৃঙ্খলা মেনেই থাক, collage হয়েই থাক, না খুজলেই হলো! ওহঃ ওদের তো ছোয়া যায় না! জমে থাক, জমুক, থাকুক.
ছেড়ে যাওয়াগুলো জমছে....একা পথে হাটাগুলো বেড়ে যাচ্ছে. রোগাপথ আপনজন.
কফি মাগে মাঝরাতে , "soliloquy, monologue,"
জেগে থাকা রাত একা একা জমে ম্লান ,
জমা স্রোত ঘিরে শরীর বসে ঠায়ে,
ঘন কুয়াশার mist -fall জমে গিয়ে
একলা নারীর কথা বলে Solitude
এ বুঝি চন্দ্রদোষ!.কবে আমার ক্রিং ক্রিং স্যাটেলাইট comrade একটা বার্তা বহন করে এনেছিল...কেউ ভুলে গিয়ে ভুল করেই ভুল প্রশ্ন করেছিল....তার নাম টা deleted আমার non expandable memory থেকে....প্রশ্নটা "ভালো আছ ?'' (মেমরি ডিকোড করা smoke বলে যায় চুপি সারে: "The burnt- out end of smoky days!" ) অবান্তর ....ভালো থাকাটা কি? পাস ওয়ার্ড হয়? Inhale করা যায়? সন্ধে ছুয়ে বিকেল গুলোয় ভালো থাকা যায়? ফেরি ঘাটে স্টীমার গুলো যখন অন্য কোথাও পারি জমানোর জন্য ঘাট ছেড়ে নির্বাসনে যায়, মন কেমন করে না? আমার করে. কত mob-conscience ভুলে ভিড় করে আসা জমাট অন্ধকার নেমে এসেছে জল ছোয়া বিকেলে, ,আমি ঠায়ে দাড়িয়ে থেকেছি .. Motionless....ছুটছে শহর ...আমি স্রোতের বিপরীতে হেটেছি বার বার দলছুট নাবিকের মত ছুটে গেছি.....জানি ছুটবেই কলকাতা আরো অনেকক্ষণ......ঠিকানা হারিয়ে ফেলা কলকাতা, অভিমানী পোস্ট মডার্ন কলকাতা, পোস্ট কলোনিয়াল ট্যাগ বয়ে বেড়ানো কলকাতা... তবু মন কেমন করে .ঠিক কিভাবে ভালো থাকা যায়?? সবই নাকি মায়া! তাই হবে ! “মায়া” . Maya: তাও আবার Abstract Noun, তার কায়া হয় না. তাই তাকে ছোয়া যায় না, তবে সে থাকে, থাকেই!
রাত থাকে না, থেমে..."নিয়ম" ! ভোর হয়, গঙ্গার ধারে এখন অবেলা থেকে নিম বেলা পর্যন্ত জলে আলো ঝিক ঝিক করবে. পাকা শোনা রঙের আলো. লালগোলা সোনালী রঙের থেকে আলোর রং হয়ে উঠবে রুপোর জাল দেওয়া নকশিকাথার মতন. শীত ফুরিয়েছে. সকালের পায়ে চলা ঘাসে তাই নরম হিম. ট্রামগুলো একে বেকে চলা শুরু করবে, ডিপো থেকে ঘুম ভেঙ্গে ট্রাম দেখবে আমার সহর টাকে. ট্রাম গুলো ভোর দেখে, রোজ, ভোরের গন্ধ, নরম পরশ মাখা সহরের অলিগলি চষে ফেলা হাওয়া ছুয়ে যায় ট্রামের ভাগ করা লোহার শরীর. ট্রাম গুলো রোজ ভোর দেখে, আমার তিললোত্তমার ভোরবেলা. আমার হয় না..দোয়েল পাখির ভোর দেখা...শীত বেড়েই যায়, ঠান্ডা এসে আচর দেয় মাটিতে,শরীরে,অথচ বাতাসে পলাশ নেশা, খবর বলছে এবারের মত শীত গত. নিম বেলা চটে উদাস,সিড়িতে চোখ নেই আর পশম পাতার মত শীত!সেই মত হাওয়া দেয় না আর ..সাদা পথ ধরে, যে পথে বন ময়ুরীর খোজে যায়নি কোনো -ঘরদোর্ বাধা বন্দী মুখ! অথবা মুখোশ. দেবদারুর মোরাম বেছানো শান্ত পথে তাই সে হারায়নি, হারাতে ভিড় লাগে যে! সাদা পথ পড়ে থাকে একা. সেটাই বুঝি ট্রাম লাইন!
ট্রামের আর তার চলারও নিয়ম আছে, সময়! চলে গেল আরেকটা দিন, থেমে নেই সময়, নিয়ম! সব নিয়মে হয়? নিয়ম মেনে? হয় না, হলো না, এভাবে নয়...আরেকটা দিন...শেখা, চাওয়া, পাওয়া, করা বলা- কিছুই হলো না....বসন্ত উকি মেরে যায়....আমার উত্সব এলো না...
ধুলো জমছে রাস্তা জুড়ে, 'জমছে'
পড়ে ফেলা বই জমছে,
Ash ট্রে ঘিরে রুপকথা আনাগোনা,
জমছে কথার স্তুপ ..
ছাইয়ের গভীরে কান্না নদীর বাস
Transcendental form e জমে উঠছে চুপ!!!
যা কিছু জমে সবই তো নিয়ম, নাকি পরতের পর পরত , এমনিই জমে, তারও নিয়ম আছে, সময়ের পলি আছে, শৃঙ্খলা আছে, যেমন আছে রেসুমের! আছা জীবনের Updated Resume হয়?
হয় কিছু কাজ, হয়,( বার বার এক ভুল গুলো হয়)...আচ্ছা, ভুলের expiry date হয় না?
No comments:
Post a Comment