sculptures

Tuesday, 14 June 2016

Realization

বন্ধু বলে আসলে কিছুই হয় না.
বন্ধুত্ব বলেও
কিছু মানুষ শুধু ভাবতে ভালবাসে যে তাদের বন্ধু আছে.
এবং তারাও বন্ধু.
এটা মিথ.
বন্ধু মানেই নোংরা, মুখোশ, একা হয়ে যাওয়া.
বন্ধু বলে আসলে কিছুই হয় না. 

Wednesday, 9 December 2015

Reflections from Exile- (2)



Things come to an end: friendships, love, faith, trust and hope. That's the rule of time. That hope to belong, that desire to touch the sky and forgetting the pastness of the past. Those who left, throughout, never bothered to answer: why they had to. Yet, their footprints amicably remained amidst the cornucopia of memory cells:disjointed, fractured. Their fragrance, existence have been trunkated safely within the labyrinths of this wild, intense soul, Always took it for granted, it was my fault. Desires like thin plumes of smoke have smothered to nothingness. Time? Or a vain attempt to belong and sojourn, search for love that was to be found nowhere, that perhaps never existed. "সমস্ত ভুবন সব মরু সম রুক্ষ হয়ে যাবে একেবারে..আকাশ বিস্তীর্ণ ক্লান্তি...সব শান্তি চিত্ত হতে করিবে হরণ..নিরানন্দ, নিরালোক, স্তব্ধ শোক,মরণের অধিক মরণ."


Enough now, dear love. Too many chances blur the desire globe. How many times can we actually extinguish our expectations, light them anew only to be thrashed then and there, steadily, conspicuously, religiously??? That's the blood of time. The questions remain and reiterate within this juncture of fragmented panorama...new places, new discoveries need to be addressed. We need to sustain to some illusions to belong. "যদি ভালবাসা নাই থাকে, শুধু শুধু একা একা লাগে,কোথায় শান্তি পাব কোথায় গিয়ে, বল??? কোথায় গিয়ে?"

Thank you, all, those who left. All those, who uttered: i understand, but never did. Thank you roads, thank you. Thank you all those journeys i made, but never reached, letters i wrote, but never posted. "ছেড়ে যেতে হবে, তাইতো মূল্য তার..." Memories, love, desires, attachments, see you around in some other time frame, some other parallel globe.


"স্রোতের প্রবাহ...চিরদিন যাবে চলি .."???

Tuesday, 8 December 2015

মুক্তি অথবা মৃত্যু?

যে সব রাতে ঘুম নিতে হয় খুঁজে?
সেসব রাতের যন্ত্রনাতে আমায়
আমি চিনতে শিখি নিজে
সেসব রাতের বাশির সুরে
আমায় আমি খুড়তে শিখি নিজে
রাতের তারা কান্না চাপে বুকে
অন্ধকারের বর্ণময়তাতে
শীতের পাতা পরশ লাগায় মুখে
বন্ধু-বিয়োগ জঠর পোড়া ঘাতে!

(অনুপ্রানিত) 

Tuesday, 27 October 2015

Pre-birthday Realization.

People don't understand. They can't. Because they have this scale to judge your each move. You were wrong in doing this, that. Fuck! Why can't they just shut up and accept? Is it too difficult to think from someone else's perspective? Perhaps, finally, i have a mask too. Of happiness, of joy. Because people stay only when you are happy, you can entertain them- like a clown or satisfy them like a whore. None stay during black nights of desperate loneliness.*Perhaps everyone does not deserve love. Love is meant for only white lily skinned, beautiful women, women who are sexy and ready to take the plunge.  Does not matter anymore. I am happy. Happy to act, happy to be alone. Happy Birthday to me! :) 

Monday, 5 October 2015

মেয়েছেলে মেয়েছেলে মেয়েছেলে

এবারের মত তার বিক্রি শেষ. আবার পরের Season.পরের বছর. আবার মুখে রং মেখে রাস্তায় দাড়ানো, আবার বাজারে নামা.বাজার হওয়া, আবার গতর খাটিয়ে ব্যবসা. পরের বার আর পরী নামবে না নিয়ন আলোর রাতে. মনগুলোতো বিক্রি হওয়ার জন্যই. ফাকা?একা?, বাবু? ফাকা? আবার পরের বার. এবারের মত তার নিজেকে বিক্রি শেষ. আবার পরের Season.

Friday, 2 October 2015

Query



ভুল করে ভুল করতে পারো,


Ego'র দমে জিততে পারো


ফেরার দরজা আটতে পারো


Silence' এ বাধতে পারো?

Sunday, 27 September 2015

So it is and So it shall be..

There are no words to describe
How one lives or dies,
Words will always make the 'trivial' ones' suffer,
Non-registering how pain like death and some other
Secret pockets are, but, to be borne alone,
unsung, un-lamented, and duly silenced.
Existence, may run past charms unsolved.
Forsaken for a desire-
Unmitigated and often, unwise.

Saturday, 12 September 2015

Do they?

Do stories find their end? Stories of imaginary homelands? Do stories find us? Or do we search them, weave them, and they then themselves find their end? Or do we find for them? Or do 'they' find for us and those stories; their end, our end, stories' end? Questions remain, unanswered. Like stories, open ended. Quest questions and, then, we question quest's quest. Another story begins. Another quest. Perhaps, another home? Do stories find their end?

Saturday, 5 September 2015

Towards: Realisation, Assimilation, Internalization

And then she clarified her:

"Do You know, do you realise, why, why you fell for all those throughout; who never loved you back?
Why they left you? Why you went to them for the security who didn't even think you were worthy of their love?
She knew. It all. But she had to hear from someone she trusted, to instill, to internalize, to assimilate, to get conditioned forever.
"Why?"
" Because Your Father disowned you at your very birth. Put that into your brain and understand."

Quiet, she was. She knew it all. She did. Love : was her most explored dosage of poison, of self destruction, her elaborate method of self harm.
But, this time, this did make a difference. She started internalizing, repeated to herself day and night. She must not be oblivious of the truth. Day and night, hour by hour, minute by minute, it echoed. It was allover-etched, sculpted, nailed and tattooed. Waters that she poured to cleanse her memory, smoke that she breathed for life, hand printed notes she had accumulated for  internal tests, diaries that she wrote, nightmares which she envisioned every night, winds those reluctantly passed by her throughout the shabby day, grey kohl that she applied in her intense eyes.. All over. Everywhere. All the time.

She  finally Internalized. 

Sunday, 23 August 2015

I never miss u, i miss "us"!

May be, i would never ever understand
Or one leafy dusk by a mossy lake i may;
Why it took you, so much of me
To create so little of us?

The last boat may sail away,
The last star might darken,
The last hope may smother
Into  an ever widening awakening
Of what Life has had to offer.

Yet, i may never understand.
Why it took you, so much of me
To build so little of us?

Friday, 3 July 2015

নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা



আমার তোকে:


নদী আনতে গিয়েছিলি তুই, সে যেন অনেক দূর থেকে

সারামুখে ছায়াপথ, পথ নিয়ে ফিরে এলি শেষে

জমা করা খোলা চিঠি অকপটে বলে "ভালবাসি"

শুনবি না একবারো? বলবি না "চল পাশাপাশি?"

Sunday, 28 June 2015

Freedom?

Have i forgotten to remember you
Or  it's Just those surfs of time?
Or is it that you are wide awake
In the flute that stores my pine..

Clinging to your memories
I gathered the strength 'To Live."
Down somewhere the soul eroded...
Firmly I believe.


That suffering was the connection,
That left too this monsoon
Those who knew me hold the grudge:
I'm a castaway; out of tune.

Yet, you will be a part of me which
None can see or move.
I no more let them see that me
Or hanker for a roof.

I am no more the one you fully knew
I don't know this new "me"
Yet i know that life goes on
Amidst storms and liquors of glee.

(Dear Stranger: Because it has been 4 Years!)

Monday, 8 June 2015

Understanding is Acceptance

One day, i asked LIFE: "Where are you taking me?"
Life smiled and replied: "Where you take me!"
I asked: "What if i decide to part with you?"
Life: "I left you much before..."


This time-I Smiled.

Friday, 27 March 2015

তাদের জন্য যারা মুখোশ চিনতে পারেনা...কোনদিন পারবেনা.

ঠিক কতটা কান্না জমে থাকে মুখ ঘুরিয়ে নেওয়ায়?
বলতে পারবে তারাই, যারা কাছে গিয়েছিল.

অনেকটা কেটে ছিল.
অনেকটা.
নোংরা. বাজারী. মুখোশ.
তার  ওপর "বিশ্বাস কর" প্রলেপ.

কেটেছে.

ঠিক কতটা অভিমান জমে থাকে হাত ছাড়িয়ে নেওয়ায়?
শুধু জানে তারাই, যারা নিবিড় ভাবে ধরেছিল.

Monday, 16 March 2015

Dear Silence,

Silence as a revolt,
Torn 
In-between worlds,
Through Journeys, 
For an identity.

Silence as a shield
Beyond the monotony of ideas,
Beyond the monotony of living,
Beyond the anonymity of words,
Through Journeys,
For an identity.








Tuesday, 17 February 2015

Reflections From Exile

Intimacy & indifference share a binary camaraderie –as you bifurcate the self drawn line between right and wrong, light and dark or truth and false. Any university wit may name it- paradox. I call it Existence, rather a coexistence of the very concept of existence. What I dwell amidst these days is nothing but a congregation of the hyperlinks: an intimate indifference. Deep leveled Intimacy is an exiled imprisonment for the self:  the "us"and others. You must feel deeply intimate/passionate and yet there has to be an open space of indifference to everything- be it work, human relations or life. The mind is only capable of a “heartless indifference” which is just a cold distance, or detachment. You are afraid, when you are expecting or you hope. It's better, when you learn to Exist without expectations.

Solitude subtracts human cacophony. It provides an introspection- a rear view image of the conceived image of reality of perception of the voyages we embark upon, of the discoveries we dare: the passing reflections on the dewy mirror as though time and tide mates to fetter the concepts of existence itself! The mind ever wanders, nomadic are we, bohemian rhapsodies that blood like flows through our veins ever; (at least mine) as caravans of thought impersonates through this restless brain to detach me from sleep and all that you call normal! The mind takes photographs: which in turn refracts in the subconscious to bring about transcendence and higher spirituality. Half of this self remains uncultivated and the better half: read ego or I carefully avoided by the cognitive dwellers: us! A new world, a brave new one opens its doors to embrace, but fear lurks in the heart in the cores of coral vine to obstruct the window to mystified aura. I have ventured, opened doors to unleash the potential cognitive trials and attempts to reach what you call higher class of living... You Coming? ....
  My world is solitary, I may not open the doors! You ready to wait? Shout... I don't hear you, I can't... can't you see? I am down with fever.. Fever of importunate  postpartum Reflection, fever of disbelief? What? you want to wait? Do, I may See you once again, when the moon sweeps through the rain drenched cloud on a lonely moonlight light as I stroll alone, against the tides: of existence, of companionship, of human touch. You Coming Right?

After all, you only grow when you are alone. Life is a solitary cell, whose walls are mirrors.. the mirrors reflect your "I", the past meandering into present and the solitude ever understanding, ever accepting. Your desire globe may blur away with time. You  feel stifled yet realize;  the space between fact puts a scope for subjective creativity with another fear of only to be bridged. I never loved bridges. Do we need them? Why don't you come? Bridges mar interpersonal communication. I am living! Alone, against the TIDE.


They tag it as: unnatural living as we become a kind of a recluse who avoids connection, who stops being sensitive to the world’s suffering, who stops being passionate about life. Being recluse is not a stage; it is a concept, it is a way; a way of living. Constant imbroglio of psychological suffering is what guides us to alienation. No, it's just the passing on. Intimate Indifference is the defense mechanism; a permanent tattoo that leaves its imprint on the sea of brain cells. Intimate indifference keeps me going, living.

Saturday, 20 December 2014

An Ode to Madness

(For madness is nothingness)

Madness is the answer, reluctant.
In madness, lies the answer.
With approaching madness,
Reality-fantasy line diminishes.
In madness, i find myself.
In madness, i love my self.

Wednesday, 26 November 2014

তবু যদি ঘরে ফেরা যায়..(2) বুবু কে !

হলুদ থেকে গোলাপী হওয়া বিকেলগুলো বারণ মানছেনা . সবুজ ঘাসের কার্পেট নরম পশম বুনে হাবিজাবি আদর গলায় টানছে না. নিষেধগুলো পেরিয়ে চলে যাচ্ছে. বর্ডার ক্রস করা কি একেই বলে? শোনা সুর, অচিন পাখি ভালো, কিন্তু না শোনা সুর? অচেনা হাত? ডাকনামে ভরা পুরনো বছর পাঁচেকের ডায়েরি? সব ফেলে দেব? ডাকলি না তো? ডাকনামে? কোনো কোনো বিকেল শুধু তুইতে পায়..কোনো কোনো বিকেল কেবল তুই নেই বলেই পেরিয়ে পেরিয়ে যায়!
 টুঁটি টিপেও চুপিসারে বললি না তো ফেরার কথা? প্রথম বৃষ্টির জলের মত নরম ফেরা..স্নিগ্ধ! যেন কাচারাতে জোছনাবিলাস! তাও বাধা মানছে না..ছাইদানি ঘিরে রুপকথা আনাগোনা...ফিরলি না?

আসলে, যে যায়? সে ফেরে না, ফেরে অন্য কেউ..অন্য কোথাও. সাথে সাথে চলে ঝড়-উথাল পাথাল করা . যেমন সাথে চলা পুরুষালি মুদ্রাদোষ ছাড়া যায় না, (আমি কিন্তু আসলে নরম- সরম )চাই কিনা, সেটাও বোঝা দরকার. অবশ্য, তুই বলিস, বোঝা ভালো নয়, বোঝা বড় বোঝা! সাথের ঝড়গুলো পুড়িয়ে দিল...ঘর.

"ঘর বলতে ছায়ায় ঘেরা বাড়ি
দুয়োর খুলে উঠোনে পা পেড়ে
ঘর বলতে ফিরব তাড়াতাড়ি
ঘর বলতে তোমায় মনে পড়ে"

আমার ঘর আমার ঘোর, আমার দেশ. তোর্ আর আমার এত by এতর দেশ..আমি এখনো খুজি সে দেশ.আমি তো জানি..তার নেই অবশেষ! তাই দেশের টানটা আর জ্ঞানটা টনটনে! দেশের, ফেরার পথটা খোলা পরে থাকে...কেউ ফেরে, কেউ ফেরে না. আমি কিন্তু ফিরি, রোজ..তোর্ কাছে, নিজের কাছে, তাই দেশের কাছে. সাঝের প্রদীপ জ্বেলে, শিখা জ্বালানোর অপেক্ষা. বোঝা নামিয়ে, তরী ঘাটে বেধে, পথে পথে খোজা ছেড়ে, কেনা বেচার দায় মিটিয়ে..আমি ঘরে ফিরি, তোর্ কাছে ফিরি. মেয়েবেলা গোধুলিগগনে, দোসর, আসর সব ছেড়ে..তোর্ দেশে. asideগুলো ফিসফিসিয়ে সময়ের ছায়াশরীর ঘিরে খেলতে খেলতে বলে: "ফিরব বললে ফেরা যায় নাকি?" তবু ঘোররের ঘর ডাকে: আয়  আয় আয়!

"ঘর বলতে সন্ধে নেমে এলে
পিদিম জ্বেলে বসব পাশাপাশি
নিঝুম পাড়া, আটটা বেজে গেলে
দূরের থেকে শুনব রেলের বাঁশি"

তোর্ তাপ আলো হয়ে কলিং বেল বাজায়নি. হুরমূরিয়ে এন্ট্রি নেওয়া আদরের পথে -ঘাটে তোর্ অরুন রশ্মি ছায়া দেয়নি..ওই যে দেখ...দোরগোড়ায় থমকে.তোর্ আলো ...বেলা পরে এলো..এলোমেলো হয়ে গেল...যাবতীয় জাহাবাজ সব!  আমি তাই দিশেহারা, খামখেয়ালী, সৃষ্টিছাড়া Robbed! ফিরব..একদিন, কালে, দেশে, তোর্ আর আমার দেশে..অবশেষে!

"ঘর বলতে সমস্ত রাত ধরে
ঘুমের চেয়েও নিবিড় ভালোবাসা
ঘর বলতে তোমার দুচোখ ভরে
স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে আসা

ঘর বলতে এসব খুঁটিনাটি
ঘর বলতে আকাশ থেকে ভূমি
একদিকে পথ, বিষম হাঁটাহাঁটি
পথের শেষে, ঘর বলতে- তুমি। "


Wednesday, 16 July 2014

তবু যদি ঘরে ফেরা যায়..

উত্সর্গ্য : ছেড়ে যাওয়া কোনো এক পথকে ..ছাড়িয়ে নেওয়া কোনো এক হাতকে...


মাঝে মাঝে মেমরি ডিকোড করা ধোয়া অস্তিত্ব নামের বাড়ির ভিতটাকে নাড়িয়ে দিয়ে জানান দেয় -চলছি. শুধু ছেড়ে যাওয়াগুলো বাড়ছে. বিশ্বাসগুলো স্টেশন মেনেও থামছে না. তাও জানি, এখনোতো চলবার দিন. পাক পাক, বাক বাক.. আমি, আমরা, সকলেই  ঘুরছি. Gravitational পুলের নিয়ম কে সেলাম  জানিয়ে. কোথায়? কেন? প্রশ্নগুলো সব যেন গত জন্মের কাছে গচ্ছিত. Materialism নামের ঘুনপোকা আমায় তাড়িয়ে বেড়ায় না, কোনদিন বেড়ায় নি... আমার অন্য রাজ্যপাট..আমি হলদে পাখির সকাল দেখব বলে সারারাত 'শুধু কবিতার জন্য' কলে নিয়ে বসে থাকতে পারি. আমি জানি,আমরা চলছি..সময়ের বালিয়ারী ধরে. চলছিআমরা খুজছি..দেশ..হারানো সময়, মুহূর্ত, কথা আর মানুষ. আমরা খুজছি.. আমরা চলছিকিন্তু আমি? আমি চলছি? আমিও?
আমরা বাচছি, হাসছি, দেখছি, পরছি আবার চলছি...ঘরের রুলটানা মেঝেতে যেমন এত বাই এতর কাটাতার..আমাদের সময়ের তাই, চলার তাই, থামারও  তাই. একেকটা দিন আসে সেই সময়ের কাটাতার পেরিয়ে, রুল বুক প্রেসেন্ট Mam বলে, বিষন্নতার গলিঘুজি বেয়ে! কত চোরাবালি ডাক দিয়ে যায়...কত অতল তল না খুঁজে পেয়ে বন্ধ গুহায় বাশির সুরের মত কেদে কেদে মরে..চাল গুলো বেচাল হয়ে যায়..সুরগুলো বেসুর. অযথা. অবাধ্য..অথচ নিয়মাফিক অতল. দিনগুলো ধোয়ার ইচ্ছে মাখা ধুসর জলছবি যত..তাতেই তির তির দূর পাহাড়ের দ্রিম দ্রিম আলোর reflection পরে, যেমন বৃষ্টির পর মন কেমন করা হলুদ বিকেল গুলোয় রাস্তার ল্যাম্প্গুলো ...একঘেয়ে solitary সারা বিকেল জুড়ে পাহাড়ি রাস্তার ঝিম বৃষ্টির মত. সেই দিনগুলোয় মগজ আর নিতে চায়না মেয়ে জন্মের হাহুতাশ.
সেগুলোই কি থেকে যাবার দিন? ঘরে ফেরার দিন? দোয়াত কালিতে কলম চুবলে তবু eclipse ভেদ করে এক দু ফোটা নীল রক্ত উঠে আসে. বিষন্ন বর্ষা কেমন stagnant. বার বার বলেছি আমার পাখিজন্ম.. জন্ম শুধুই পাখিজন্ম..দোয়েল পাখির ভোর দেখার জন্ম..ফিরতে পারি না, দেশে, কথায়, মুহুর্তে, মানুষে. আমি অনেক রকম জড়িয়ে গেছি...এই অল্প আলোর দিনে, অন্ধকার, বিষন্ন বর্ষা, তাতেই গ্রহণ লেগেছে ইচ্ছের, কবিতার, চলার আর সুখের.
ফেরা হয় না, ফেরা যায় না, কোথাও বোধহয়  দেশ আছে. আচ্ছা দেশের ঠিকানা পায়না কেন? সবাই? ঝড়ের দেশ , ঘরের দেশ, পরের দেশ, সবই আছে, যে যার মত, আমরা শুধু গন্ডি কেটে নামকরণ করে দি, মেঘবেলায় যেমন অঝোর বৃষ্টি পরে, পরেই যায়, জানান দেওয়ার জন্য: আজকে নিম্নচাপ. আচ্ছা ইচ্ছে হলে দেশের দোটানায় পরে গন্ডিগুলো পার করা যায় না?  May Be.. ফিরতে হবে, কালে, দেশে. ঝড়ের দেশ ছেড়ে, ঘরের দেশে, পরের দেশ ছেড়ে ঘরের দেশে. কোথাও বোধাও সেই দেশ আছে, অপেক্ষায় রইলাম, তুমিও জানিও, পেলে.


Wednesday, 5 March 2014

অকারণ: Nostalgia/Enochlophobia/( whim/ Lust/Hunger/ Thirst/) (2)



আরেকটা দিন কাটল..গ্যাস বাতির সহরে, ফেরিওলার একঘেয়ে নিয়ম মাফিক হেকে যাওয়া রং চটা দুপুরে..কিছুই করা হলো না..আজও. বলা হলো না..শোনা হলো না...পাওয়া হলো না..দেখা হলো না,হয় না...হলো না...এভাবে নয়.. অন্য কথাও অন্য কোনো খানে ...'হলো'টা শুধু সালভাদোর দালির পুষ্টিকর তুলির ছোওয়া না পেয়ে পেয়ে অপুষ্টিতে ভুগে টাইম ফ্রেমএ eternal তকমা নিয়ে সুখে রাজত্য সামলালো...”হলনা"  আমার মেয়েবেলার জিওগ্রাফি বইতে পড়া এভারগ্রীন পাতা..Forever! নিয়ম!
হবে.হয়ত: .’না' মানেই তো আবহমান...’হলো’ তাই জোলো হয়ে গেল..
হলো, রাত, ঘুমের ঢেউ ওঠে শরীর জুড়ে, অথচ ঘুম পেরিয়ে পুরনো শৈশব,পুরনো গন্ধ, চেনা দেয়াল ;কিন্তু অচেনা মুখের সারি. মনে হয় গিয়ে ছুটে ছুয়ে ফেলি ঠান্ডা লাগা মরচে পরা খামখেয়ালীপনা, না ছোয়া যায় না...ছুলেই আমায় ঘিরে ফেলবে মায়া.আবেশ জড়ানো. নিবিড় মুখে, গলায়, বুকে. আর ইচ্ছে মত অন্ধকার মাখা যাবে না. কতদিন ভেবেছি বিষন্নতা গুলো মেখে নেব, জ্বরের যেমন ঘোর, ইচ্ছেরও আছে. শুধু ইচ্ছে গুলো ছোয়া যায় না, মাখা যায় না. এটাই "নিয়ম"! তাই কলঘরে বালতি বোঝাই জলের মতন জমা থাক. টইটুম্বুর! ওরা ওদের মতন করেই  থাক. গোছানো অগোছালো আছে যেমন? থাক, ইচ্ছে গুলো থাক জমা জলের মতন, ওদের তো Space চাই না, হাবিজাবি শৃঙ্খলা মেনেই থাক, collage হয়েই থাক, না খুজলেই হলো! ওহঃ ওদের তো ছোয়া যায় না! জমে থাক, জমুক, থাকুক.

ছেড়ে যাওয়াগুলো জমছে....একা পথে হাটাগুলো বেড়ে যাচ্ছে. রোগাপথ আপনজন.
কফি মাগে মাঝরাতে , "soliloquy, monologue,"
জেগে থাকা রাত একা একা জমে ম্লান ,
জমা স্রোত ঘিরে শরীর বসে ঠায়ে,
ঘন কুয়াশার mist -fall জমে গিয়ে
একলা নারীর কথা বলে Solitude

এ বুঝি চন্দ্রদোষ!.কবে আমার ক্রিং ক্রিং স্যাটেলাইট comrade একটা বার্তা বহন করে এনেছিল...কেউ ভুলে গিয়ে ভুল করেই ভুল প্রশ্ন করেছিল....তার নাম টা deleted আমার non expandable memory থেকে....প্রশ্নটা "ভালো আছ ?'' (মেমরি ডিকোড করা smoke বলে যায় চুপি সারে: "The burnt- out end of smoky days!" ) অবান্তর ....ভালো থাকাটা কি? পাস ওয়ার্ড হয়? Inhale করা যায়? সন্ধে ছুয়ে বিকেল গুলোয় ভালো থাকা যায়? ফেরি ঘাটে স্টীমার গুলো যখন অন্য কোথাও পারি জমানোর জন্য ঘাট ছেড়ে নির্বাসনে যায়, মন কেমন করে না? আমার করে. কত mob-conscience ভুলে ভিড় করে আসা  জমাট অন্ধকার নেমে এসেছে জল ছোয়া বিকেলে, ,আমি ঠায়ে দাড়িয়ে থেকেছি .. Motionless....ছুটছে শহর ...আমি স্রোতের বিপরীতে হেটেছি বার বার দলছুট নাবিকের মত ছুটে গেছি.....জানি ছুটবেই কলকাতা আরো অনেকক্ষণ......ঠিকানা হারিয়ে ফেলা কলকাতা, অভিমানী পোস্ট মডার্ন কলকাতা, পোস্ট কলোনিয়াল ট্যাগ বয়ে বেড়ানো কলকাতা... তবু মন কেমন করে .ঠিক কিভাবে ভালো থাকা যায়?? সবই নাকি মায়া! তাই হবে ! “মায়া” . Maya: তাও আবার Abstract Noun, তার কায়া হয় না. তাই তাকে ছোয়া যায় না, তবে সে থাকে, থাকেই!

 রাত থাকে না, থেমে..."নিয়ম" ! ভোর হয়, গঙ্গার ধারে এখন অবেলা থেকে নিম বেলা পর্যন্ত জলে আলো ঝিক ঝিক করবে. পাকা শোনা রঙের আলো. লালগোলা সোনালী রঙের থেকে আলোর রং হয়ে উঠবে রুপোর জাল দেওয়া নকশিকাথার মতন. শীত ফুরিয়েছে. সকালের পায়ে চলা ঘাসে তাই নরম হিম. ট্রামগুলো একে বেকে চলা শুরু করবে, ডিপো থেকে ঘুম ভেঙ্গে ট্রাম দেখবে আমার সহর টাকে. ট্রাম গুলো ভোর দেখে, রোজ, ভোরের গন্ধ, নরম পরশ মাখা সহরের অলিগলি চষে ফেলা হাওয়া ছুয়ে যায় ট্রামের ভাগ করা লোহার শরীর. ট্রাম গুলো রোজ ভোর দেখে, আমার তিললোত্তমার ভোরবেলা. আমার হয় না..দোয়েল পাখির ভোর দেখা...শীত বেড়েই যায়, ঠান্ডা এসে আচর দেয় মাটিতে,শরীরে,অথচ বাতাসে পলাশ নেশা, খবর বলছে এবারের মত শীত গত. নিম বেলা চটে উদাস,সিড়িতে চোখ নেই আর পশম পাতার মত শীত!সেই মত হাওয়া দেয় না আর ..সাদা পথ ধরে, যে পথে বন ময়ুরীর খোজে যায়নি কোনো -ঘরদোর্ বাধা বন্দী মুখ!  অথবা মুখোশ. দেবদারুর মোরাম বেছানো শান্ত পথে তাই সে হারায়নি, হারাতে ভিড় লাগে যে! সাদা পথ পড়ে থাকে একা. সেটাই বুঝি ট্রাম লাইন!
ট্রামের আর তার চলারও নিয়ম আছে, সময়! চলে গেল আরেকটা দিন, থেমে নেই সময়, নিয়ম! সব নিয়মে হয়? নিয়ম মেনে? হয় না, হলো না, এভাবে নয়...আরেকটা দিন...শেখা, চাওয়া, পাওয়া, করা বলা- কিছুই হলো না....বসন্ত উকি মেরে যায়....আমার উত্সব এলো না...

ধুলো জমছে রাস্তা জুড়ে, 'জমছে'
পড়ে ফেলা বই জমছে,
Ash ট্রে ঘিরে রুপকথা আনাগোনা,
জমছে কথার স্তুপ ..
ছাইয়ের গভীরে কান্না নদীর বাস
Transcendental form e জমে উঠছে চুপ!!!

যা কিছু জমে সবই তো নিয়ম, নাকি পরতের পর পরত , এমনিই জমে, তারও নিয়ম আছে, সময়ের পলি আছে, শৃঙ্খলা আছে, যেমন আছে রেসুমের! আছা জীবনের Updated Resume হয়?
হয় কিছু কাজ, হয়,( বার বার এক ভুল গুলো হয়)...আচ্ছা, ভুলের expiry date হয় না?